Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ
জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে নানাবিধ দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও জাতীয় সংসদসহ সকল প্রকার নির্বাচন, দূর্যোগ মোকাবেলা , সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা বিধান, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা, মর্কেট, জাতীয় সংসদ, নৌ, বিমান ও স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নিরাপত্তা প্রদান এবং জেলা ম্যাজিষ্ট্রেসির অধীনে মোবাইল কোর্ট পরিচালনায় এনফোর্সমেন্ট কার্যক্রমে অফিসারসহ ব্যাটালিয়ান আনসার সদস্যগণ অত্যন্ত সফলতার সাথে জননিরাপত্তায় দ্বায়িত্ব পালন করেছেন। দেশের মানব সম্পদ ও অর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে বিগত তিন বছরের দূর্গাপূজায় এ জেলায় প্রায় ১,২১৪ (একহাজার দুইশত চৌদ্দ) জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে, ৫৭৬ জন সদস্য-সদস্যাকে গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় ১৭০ জন সদস্য-সদস্যাকে বিভিন্ন কারিগারি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় ১,৩৪৪ (এক হাজার তিনশত চুয়াল্লিশ) জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যাকে মোতায়েন করা হয়েছে।
(ক) উপজেলার সকল অঙ্গীভূত আনসার সদস্যদেও বেতন ভাতাদি অনলাইনের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।
(খ) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী সকল আনসার-ভিডিপি সদস্যকে নতুন পোষাক সামগ্রী প্রদান করা হয়েছে।
(গ) জাতীয় সংসদ নির্বচনে দিনাজপুর জেলার সদর উপজেলার ৫০ জন পিসি/এপিসিকে শটগান ফায়ারিং প্রশিক্ষণ প্রদানপূর্বক নির্বাচনে শটগান ইস্যু করা হয়েছে।